Doly Sayontoni - Dekhle Tomay şarkı sözleri
Sanatçı:
Doly Sayontoni
albüm: Birohi Prohor (Mahmud Jewel)
দেখলে তোমায়
মনটা আমার চমকে যায়
আহা. চমকে যায়
দেখলে তোমায়
ওই দুটি চোখ থমকে যায়
তুমি কি জাদু জানো (২)
ওহ. দেখলে তোমায়
মনটা আমার চমকে যায়
আহা. চমকে যায়
দেখলে তোমায়
ওই দুটি চোখ থমকে যায়
তুমি কি জাদু জানো (২)
চোখের পাতা পড়েনা
মুখে ভাষা থাকে না
কি যেন আমার হয়ে যায়
হৃদয়ে সুখ ছুঁয়ে যায়
চোখের পাতা পড়েনা
মুখে ভাষা থাকে না
কি যেন আমার হয়ে যায়
হৃদয়ে সুখ ছুঁয়ে যায়
ভাবলে তোমায়
দিন রজনী বদলে যায়
তুমি কি জাদু জানো
ওহ. তুমি কি জাদু জানো
ওহ. দেখলে তোমায়
মনটা আমার চমকে যায়
আহা. চমকে যায়
দেখলে তোমায়
ওই দুটি চোখ থমকে যায়
তুমি কি জাদু জানো (২)
ঘুমের দেশে ঘুমিয়ে
যখনই যায় হারিয়ে
স্বপ্নে দেখি শুধু তোমায়
এসেছো মন আঙিনায়
ঘুমের দেশে ঘুমিয়ে
যখনই যায় হারিয়ে
স্বপ্নে দেখি শুধু তোমায়
এসেছো মন আঙিনায়
দেখলে তোমায়
স্বপ্নগুলো সত্যি হয়
তুমি কি জাদু জানো (২)
ওহ. দেখলে তোমায়
মনটা আমার চমকে যায়
আহা. চমকে যায়
দেখলে তোমায়
ওই দুটি চোখ থমকে যায়
তুমি কি জাদু জানো (২)
দেখলে তোমায়
মনটা আমার চমকে যায়
আহা. চমকে যায়
দেখলে তোমায়
ওই দুটি চোখ থমকে যায়
তুমি কি জাদু জানো (২)
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri