Doly Sayontoni - Amar Bukero Bhitor şarkı sözleri
Sanatçı:
Doly Sayontoni
albüm: Premer Guru
আমার বুকের ভিতর তুমি বান্ধো প্রেমের ঘর
শুধু তোমারই নামে লেইখা দিলাম এই অন্তর
আমার বুকের ভিতর তুমি বান্ধো প্রেমের ঘর
শুধু তোমারই নামে লেইখা দিলাম এই অন্তর
তুমি মনের তাজমহলে
তুমি মনের তাজমহলে কোহিনূর পাথর
বুকের ভিতর তুমি বান্ধো প্রেমের ঘর
শুধু তোমারই নামে লেইখা দিলাম এই অন্তর
তুমি মনের তাজমহলে
তুমি মনের তাজমহলে কোহিনূর পাথর
বুকের ভিতর তুমি বান্ধো প্রেমের ঘর
শুধু তোমারই নামে লেইখা দিলাম এই অন্তর
♪
তাল গাছের আগায় বান্ধে বাবুই পাখির বাসা
আমার অন্তর জুড়ে শুধু তোমার ভালোবাসা রে বন্ধু
তোমার ভালোবাসা
♪
তাল গাছের আগায় বান্ধে বাবুই পাখির বাসা
আমার অন্তর জুড়ে শুধু তোমার ভালোবাসা রে বন্ধু
তোমার ভালোবাসা
অন্তর খাঁচায় পাখি হইয়া
অন্তর খাঁচায় পাখি হইয়া থাইকো তুমি জনমভর
বুকের ভিতর তুমি বান্ধো প্রেমের ঘর
শুধু তোমারই নামে লেইখা দিলাম এই অন্তর
আমার বুকের ভিতর তুমি বান্ধো প্রেমের ঘর
শুধু তোমারই নামে লেইখা দিলাম এই অন্তর
♪
পানি হইলো মাছের জীবন, গাছের জীবন আলো
আমার শুধু তুমি আছো, তোমায় বাসি ভালো রে বন্ধু
তোমায় বাসি ভালো
♪
পানি হইলো মাছের জীবন, গাছের জীবন আলো
আমার শুধু তুমি আছো, তোমায় বাসি ভালো রে বন্ধু
তোমায় বাসি ভালো
তোমায় ছাড়া একটি পলক
তোমায় ছাড়া একটি পলক মনে হয় হাজার বছর
বুকের ভিতর তুমি বান্ধো প্রেমের ঘর
শুধু তোমারই নামে লেইখা দিলাম এই অন্তর
আমার বুকের ভিতর তুমি বান্ধো প্রেমের ঘর
শুধু তোমারই নামে লেইখা দিলাম এই অন্তর
তুমি মনের তাজমহলে
তুমি মনের তাজমহলে কোহিনূর পাথর
বুকের ভিতর তুমি বান্ধো প্রেমের ঘর
শুধু তোমারই নামে লেইখা দিলাম এই অন্তর
তুমি মনের তাজমহলে
তুমি মনের তাজমহলে কোহিনূর পাথর
বুকের ভিতর তুমি বান্ধো প্রেমের ঘর
শুধু তোমারই নামে লেইখা দিলাম এই অন্তর
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri