69 কালো জীবনে রাত কাটছে জোছনায় সুখের স্মৃতিগুলো মিলোচ্ছে মোহনায় ভাসিয়ে সব গান সুর দিচ্ছে শয়তান তাতেই লিখছি আমি কেড়ে নিয়ে নিজ প্রাণ খাতার পাতাগুলো উড়িয়েছি আকাশে মানে নেই যার কোনো সাহিত্যের সমাসে তবু হাত জোর করে রাখি সর্বদা চাইতে শুধুই পেতে সফলতা পরিণাম আয়নাতে দেখি দাঁড়িয়েছে ছেলেটা স্বপ্ন প্রচুর যার বাস্তব মেলে না আত্মশুদ্ধি হয়েছে আজ মানুষ চিনে নিজেকে আর মানুষ বলতে পারি না চোখে ঘুম নেই, কেটে যায় সারা রাত হাতে pen খাতা, সকালেতে উপবাস ইচ্ছেরা ডানা মেলে উড়ে যেতে চায় শুধু থামিয়েই পকেটের খুচরো সে পাঁচ-সাত হালকা হাওয়ার ঝোঁকা লেগেছে যেই মনটায় চোখ বুজে আসে, তবু hustle করি ঘরটায় জেগে জেগে লেখা গান প্রত্যেকটা ঘন্টায় সবই যেন বৃথা লাগে ফ্যাকাসে এ সন্ধ্যায় তাই চিৎকার করে ডাকি শুধু তাকে নরকের দেব যেন করে এসে সৎকার লেখা কবিতায় বিরল জাতির প্রাণি আমার শরীরে বইছে শীতল রক্ত যার তার থেকে পাওয়া অন্ধকারের ডাক অচেনা দুনিয়ায় কবি শুধু নির্বাক ৬৬৬ মাথার ওপর ছাপা Address ভুলে নরকে দিয়েছি ঝাঁপ ভাঙছে ঘরের কাঁচ, ভাঙছে স্বপ্নগুলো চোখে দেখা বাস্তব ভাঙছে শর্তগুলো তবু লিখি গান, কারণ ওটাই যত্ন নেয় ভালোবাসা, প্রেম, সবই আস্ত মায়ার ধূলো