Kishore Kumar Hits

Tahsin Ahmed - Shunte Ki Pao şarkı sözleri

Sanatçı: Tahsin Ahmed

albüm: Shunte Ki Pao


Bengal Classic Tea Bag
উষ্ণতার এক নতুন গল্প
তুমি মন খারাপ কেন করছো?
আরে বোকা, আজকে তো আমাদের খুশি হওয়ার দিন
তাই বলে দুই বছর!
কিন্তু আমি জানি আমি পারবো
ভালো থেকো

কেন যে রোদ গলানো একটা দুপুর
তোমার অপেক্ষায়
কেন যে অনেক কথার গল্প জমে
মনের কিনারায়
কেন যে বলতে গিয়েও হয় না বলা
প্রেমের গদ্য গান
কেন যে বুকের ভেতর যাচ্ছি পুষে
নীরব অভিমান
এইভাবে শত ভাবনায় ভাবি তোমায়
তবু দূরত্বটা শুধুই বাড়ে
ভুল করা রোজ নিয়মে যথাক্রমে
তুমি থাকো আমায় ঘিরে
শুনতে কি পাও
তুমি হৃদয়ের না বলা কথা?
শুনতে কি পাও
কেন মন কাঁদে অযথা?

রাতগুলো ভেসে যায়, ফিরে আসে ভোর
আমি শুধু পেতে চাই ঘুমের আদর
রাতগুলো ভেসে যায়, ফিরে আসে ভোর
আমি শুধু পেতে চাই ঘুমের আদর
এইভাবে শত ভাবনায় ভাবি তোমায়
তবু দূরত্বটা শুধুই বাড়ে
ভুল করা রোজ নিয়মে যথাক্রমে
তুমি থাকো আমায় ঘিরে
শুনতে কি পাও
তুমি হৃদয়ের না বলা কথা?
শুনতে কি পাও
কেন মন কাঁদে অযথা?
তুমি আমাকে ভালোবাসোনি
কোনোদিনই না
শুনতে কি পাও
তুমি হৃদয়ের না বলা কথা?
শুনতে কি পাও
কেন মন কাঁদে অযথা?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar