Kishore Kumar Hits

Debolina Nandy - Bondhu Bine Pran Bache Na şarkı sözleri

Sanatçı: Debolina Nandy

albüm: Bondhu Bine Pran Bache Na


বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
না, না, না গো
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না

বন্ধু আমার চিকন কালা
নয়নে লাগাইছে ভালা
বিষম কালা ধুইলে ছাড়ে না
বন্ধু আমার চিকন কালা
নয়নে লাগাইছে ভালা
বিষম কালা ধুইলে ছাড়ে না
এগো, বিষম কালা ধুইলে ছাড়ে না
এগো, বিষম কালা ধুইলে ছাড়ে না
না, না, না গো
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না

ঘরে আছে কুলবধূ, হস্তে লইয়া সরমধু
কী মধু খাওয়াইলো জানি না
ঘরে আছে কুলবধূ, হস্তে লইয়া সরমধু
কী মধু খাওয়াইলো জানি না
এগো, কী মধু খাওয়াইলো জানি না
এগো, কী মধু খাওয়াইলো জানি না
না, না, না গো
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না

ভাইবে রাধারমণ বলে, "প্রেমানলে অঙ্গ জ্বলে
জ্বলে আগুন, আর তো নেভে না"
ভাইবে রাধারমণ বলে, "প্রেমানলে অঙ্গ জ্বলে
জ্বলে আগুন, আর তো নেভে না
এগো, জ্বলে আগুন, আর তো নিভে না
আগুন জ্বলে"
ভাইবে রাধারমণ বলে, "প্রেমানলে অঙ্গ জ্বলে
জ্বলে আগুন, আর তো নেভে না"
এগো, না, না, না গো
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
না, না, না গো
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar