Naved Parvez - Tomar Moner Sathe şarkı sözleri
Sanatçı:
Naved Parvez
albüm: Tomar Moner Sathe
আমায় তুমি নাও জড়িয়ে
তোমার মনের সাথে
কুসুম কুসুম ভালোবাসায়
ভিজবো দিনে রাতে
আধেক তুমি, আধেক আমি
দু'জন মিলে আড়াল হবো একই ভাবনাতে
আধেক তুমি, আধেক আমি
দু'জন মিলে আড়াল হবো একই ভাবনাতে
আমায় তুমি নাও জড়িয়ে
তোমার মনের সাথে
কুসুম কুসুম ভালোবাসায়
ভিজবো দিনে রাতে
♪
ঘুমের ঘোরে স্বপ্ন হয়ে
ছুঁয়ে যাবো রোজ
তুমিহীনা পাবে না কেউ
আমার কোনো খোঁজ
ক্ষণে ক্ষণে আদর হবো
তোমার কোমল হাতে
আধেক তুমি, আধেক আমি
দু'জন মিলে আড়াল হবো একই ভাবনাতে
আধেক তুমি, আধেক আমি
দু'জন মিলে আড়াল হবো একই ভাবনাতে
আমায় তুমি নাও জড়িয়ে
তোমার মনের সাথে
কুসুম কুসুম ভালোবাসায়
ভিজবো দিনে রাতে
♪
বুকের পাশে যতন করে
লিখবো তোমার নাম
তুমি ছাড়া অবুঝ আমার
নেই তো কোনো দাম
ক্ষণে ক্ষণে আদর হবো
তোমার কোমল হাতে
আধেক তুমি, আধেক আমি
দু'জন মিলে আড়াল হবো একই ভাবনাতে
আধেক তুমি, আধেক আমি
দু'জন মিলে আড়াল হবো একই ভাবনাতে
আমায় তুমি নাও জড়িয়ে
তোমার মনের সাথে
কুসুম কুসুম ভালোবাসায়
ভিজবো দিনে রাতে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri