Naved Parvez - Cholo Niralai - Soft Unplugged şarkı sözleri
Sanatçı:
Naved Parvez
albüm: Cholo Niralai (Soft Unplugged)
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চলো নিরালায়, চলো নিরালায়
মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়
চলো নিরালায়, চলো নিরালায়
পরানে, শয়নে, নয়নে নয়নে, তুমি শুধু মনে
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চলো নিরালায়, চলো নিরালায়
মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়
চলো নিরালায়, চলো নিরালায়
♪
আমি আর আমি নই
তোমাতে ডুবিয়া রই
দিয়েছো পাগল করিয়া
উথাল পাথাল মন দরিয়া
পরানে, শয়নে, নয়নে নয়নে, তুমি শুধু মনে
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চলো নিরালায়, চলো নিরালায়
মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়
চলো নিরালায়, চলো নিরালায়
♪
তুমি আর একা নও
আমাতে মিশিয়া রও
দেখিয়া রাখিবো তোমায়
পিয়াসী মনের গালিচায়
শয়নে-স্বপনে, আষাঢ়ে-শ্রাবণে, তুমি প্রতি ক্ষণে
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চলো নিরালায়, চলো নিরালায়
মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়
চলো নিরালায়, চলো নিরালায়
চলো নিরালায়, চলো নিরালায়
চলো নিরালায়, চলো নিরালায়
চলো নিরালায়, চলো নিরালায়
চলো নিরালায়, চলো নিরালায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri