Naved Parvez - Koy Pa Egobe bolo şarkı sözleri
Sanatçı:
Naved Parvez
albüm: Koy Pa Egobe bolo
কয় পা এগোবে বলো
কয় পা পিছোবে আবার
অংকটা ঠিক মিলিয়ে দিবে
তোমার সরল ভালোবাসার
মন ভাসানোর অবুঝ খেলায়
ভালোবাসার উদাস বেলায়
তোমার সাথে গল্প জমবে বেশ
হৃদয় খুলে গোপন কথার
ধনুক নিয়ে প্রেম অবতার
মিলিয়ে দেবো প্রেমের অবশেষ
কয় পা এগোবে বলো
কয় পা পিছোবে আবার
অংকটা ঠিক মিলিয়ে দিবে
তোমার সরল ভালোবাসার
মন ভাসানোর অবুঝ খেলায়
ভালোবাসার উদাস বেলায়
♪
কয়েক কদম এগিয়ে গিয়ে
শব্দজটে জাল বিছিয়ে
মনের সাথে মিলবে দেখো মন
কয়েক কদম এগিয়ে গিয়ে
শব্দ জটে জাল বিছিয়ে
মনের সাথে মিলবে দেখো মন
ঘুমের দেশে স্বপ্ন বুনে
তুলবো ফসল প্রেমের ধুনে
একলা থেকে দোকলা হবার পণ
কয় পা এগোবে বলো
কয় পা পিছোবে আবার
অংকটা ঠিক মিলিয়ে দিবে
তোমার সরল ভালোবাসার
মন ভাসানোর অবুঝ খেলায়
ভালোবাসার উদাসী বেলায়
তোমার সাথে গল্প জমবে বেশ
হৃদয় খুলে গোপন কথার
ধনুক নিয়ে প্রেম অবতার
মিলিয়ে দেবো প্রেমের অবশেষ
মিলিয়ে দেবো প্রেমের অবশেষ
মিলিয়ে দেবো প্রেমের অবশেষ
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri