তরুণ প্রেমিক, প্রণয় বেদন
জানাও জানাও বেদিল প্রিয়ায়
তরুণ প্রেমিক, প্রণয় বেদন
জানাও জানাও বেদিল প্রিয়ায়
ওগো বিজয়ী, নিখিল হৃদয়
কর কর জয় মোহন মায়ায়
তরুণ প্রেমিক, প্রণয় বেদন
জানাও জানাও বেদিল প্রিয়ায়
♪
নহে ঐ এক হিয়ার সমান
হাজার কাবা হাজার মসজিদ
নহে ঐ এক হিয়ার সমান
হাজার কাবা হাজার মসজিদ
কি হবে তোর কাবার খোঁজে
কি হবে তোর কাবার খোঁজে
আশয় খোঁজ তোর হৃদয় ছায়ায়
তরুণ প্রেমিক, প্রণয় বেদন
জানাও জানাও বেদিল প্রিয়ায়
♪
প্রেমের আলোয় যে দিল্ রোশন
যেথায় থাকুক সমান তাহার
প্রেমের আলোয় যে দিল্ রোশন
যেথায় থাকুক সমান তাহার
খোদার মসজিদ মুরত-মন্দির
ঈসাই-দেউল ইহুদ–খানায়
তরুণ প্রেমিক, প্রণয় বেদন
জানাও জানাও বেদিল প্রিয়ায়
♪
অমর তার নাম প্রেমের খাতায়
জ্যোতির্লেখায় রবে লেখা
অমর তার নাম প্রেমের খাতায়
জ্যোতির্লেখায় রবে লেখা
দোজখের ভয় করে না সে
থাকে না সে বেহেশ্ তের আশায়
তরুণ প্রেমিক, প্রণয় বেদন
জানাও জানাও বেদিল প্রিয়ায়
ওগো বিজয়ী, নিখিল হৃদয়
কর কর জয় মোহন মায়ায়
তরুণ প্রেমিক, প্রণয় বেদন
জানাও জানাও বে-দিল প্রিয়ায়
তরুণ প্রেমিক...
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri