মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ
মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ
আমারি মত কাঁদে দিশাহারা
মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ
মেঘে মেঘে অন্ধ...
♪
নয়ন পুতলি চাঁদে হারায়ে
হারায়ে তারি নয়ন তারা
মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ
মেঘে মেঘে অন্ধ...
♪
আমার ভুবন আঁধারে ভরিয়া
নয়ন মণি মোর কে নিল হরিয়া
আমার ভুবন আঁধারে ভরিয়া
নয়ন মণি মোর কে নিল হরিয়া
প্রিয় নাম ধরে তারে খুঁজি দিকে দিকে
শূন্য গগনে শুধু ঝরে বারি ধারা
মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ
মেঘে মেঘে অন্ধ...
♪
হে আলোর রাজা বল বল মোরে
মোর আঁখি পুতলি কেন নিলে হরে
হে আলোর রাজা বল বল মোরে
মোর আঁখি পুতলি কেন নিলে হরে
তব উৎসব সভা হতো না কি উজল
আমার আঁখির আলো ছাড়া
মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ
মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ
আমারি মত কাঁদে দিশাহারা
মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ
মেঘে মেঘে অন্ধ...
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri