Kishore Kumar Hits

Khairul Anam Shakil - Cholre Chapol Tarun Dal - Live şarkı sözleri

Sanatçı: Khairul Anam Shakil

albüm: Cholre Chapol Tarun Dal (Live)


চল রে চপল তরুণ-দল বাঁধন হারা
একটু ভিন্ন ধরনের composition
চল রে চপল
চল রে চপল তরুণ-দল বাঁধন হারা
চল রে চপল তরুণ-দল বাঁধন হারা
চল অমর সমরে, চল ভাঙি' কারা
জাগায়ে কাননে নব পথের ইশারা
প্রাণ-স্রোতের ত্রিধারা বহায়ে তোরা ওরে চল!
জোয়ার আনি, মরা নদীতে
পাহাড় টলায়ে মাতোয়ারা
জোয়ার আনি, মরা নদীতে
পাহাড় টলায়ে মাতোয়ারা
ডাকে তোরে স্নেহভরে জননী তোর
"ওরে ফিরে আয় ফিরে ঘরে"
তারে ভোল, ওরে ভোল
তোরা যে ঘর-ছাড়া
তাজা প্রাণের মঞ্জুরি ফুটায়ে পথে
তোরা চল্
রহে কে ভুলে ছেঁড়া পুঁথিতে
তাদের পরানে দে রে সাড়া
রহে কে ভুলে ছেঁড়া পুঁথিতে
তাদের পরানে দে রে সাড়া
রণ-মাদল আকাশে ঘন বাজে গুরু গুরু
রণ-মাদল আকাশে ঘন বাজে গুরু গুরু
আঁধার ঘরে কে আছে প'ড়ে
আঁধার ঘরে কে আছে প'ড়ে
তাহার দুয়ারে দে রে নাড়া
চল রে চপল তরুণ-দল বাঁধন হারা
চল রে চপল তরুণ-দল বাঁধন হারা
চল অমর সমরে, চল ভাঙি' কারা
জাগায়ে কাননে নব পথের ইশারা
প্রাণ-স্রোতের ত্রিধারা বহায়ে তোরা ওরে চল!

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar