Kishore Kumar Hits

Sreeradha Bandyopadhyay - Shiter Haoyar Laglo şarkı sözleri

Sanatçı: Sreeradha Bandyopadhyay

albüm: Shiter Haoya


শীতের হাওয়ায় লাগল নাচন, লাগল নাচন
আমলকির এই ডালে ডালে
শীতের হাওয়ায় লাগল নাচন, লাগল নাচন
আমলকির এই ডালে ডালে
পাতাগুলি শিরশিরিয়ে, শিরশিরিয়ে
ঝরিয়ে দিল তালে তালে
শীতের হাওয়ায় লাগল নাচন, লাগল নাচন
আমলকির এই ডালে ডালে
পাতাগুলি শিরশিরিয়ে, শিরশিরিয়ে
ঝরিয়ে দিল তালে তালে
শীতের হাওয়ায় লাগল নাচন, লাগল নাচন
আমলকির এই ডালে ডালে
উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে
উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে
তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে
শীতের হাওয়ার লাগল নাচন, লাগল নাচন
আমলকির এই ডালে ডালে
শীতের হাওয়ায় লাগল নাচন, লাগল নাচন
আমলকির এই ডালে ডালে
শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা
তারি লাগি রইনু বসে সকল বেলা তারি লাগি
শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা
তারি লাগি রইনু বসে সকল বেলা তারি লাগি
শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে
শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে
সব খোওয়াবার সময় আমার হবে কখন কোন সকালে
শীতের হাওয়ার লাগল নাচন, লাগল নাচন
আমলকির এই ডালে ডালে
শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা
তারি লাগি রইনু বসে সকল বেলা তারি লাগি
শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা
তারি লাগি রইনু বসে সকল বেলা তারি লাগি
শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে
শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে
সব খোওয়াবার সময় আমার হবে কখন কোন সকালে
শীতের হাওয়ার লাগল নাচন, লাগল নাচন
আমলকির এই ডালে ডালে
শীতের হাওয়ার লাগল নাচন, লাগল নাচন
আমলকির এই ডালে ডালে
আমলকির এই ডালে ডালে
আমলকির এই ডালে ডালে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar