Kishore Kumar Hits

Soumitra Chatterjee - Mone Robe Kina Robe Amare şarkı sözleri

Sanatçı: Soumitra Chatterjee

albüm: Dujone


মনে রবে কি না রবে আমারে
সে আমার মনে নাই মনে নাই
মনে রবে কি না রবে আমারে
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে,
অকারণে গান গাই
মনে রবে কি না রবে আমারে।।
চলে যায় দিন, যতখন আছি
পথে যেতে যদি আসি কাছাকাছি
চলে যায় দিন, যতখন আছি
পথে যেতে যদি আসি কাছাকাছি
তোমার মুখের চকিত সুখের হাসি
দেখিতে যে চাই--
তাই অকারণে গান গাই
মনে রবে কি না রবে আমারে
সে আমার মনে নাই মনে নাই
মনে রবে কি না রবে আমারে।।
ফাগুনের ফুল যায় ঝরিয়া
ফাগুনের অবসানে--
ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া,
আর কিছু নাহি জানে।
ফাগুনের ফুল যায় ঝরিয়া
ফাগুনের অবসানে--
ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া,
আর কিছু নাহি জানে।
ফুরাইবে দিন, আলো হবে ক্ষীণ,
গান সারা হবে, থেমে যাবে বীন,
যতখন থাকি ভরে দিবে না কি
এ খেলারই ভেলাটাই--
তাই অকারণে গান গাই
মনে রবে কি না রবে আমারে
সে আমার মনে নাই মনে নাই
মনে রবে কি না রবে আমারে
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে,
অকারণে গান গাই
মনে রবে কি না রবে আমারে।

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar