Kishore Kumar Hits

Soumitra Chatterjee - Ami Amay Korbo Baro şarkı sözleri

Sanatçı: Soumitra Chatterjee

albüm: Jodi Prem Dile Naa Praane


আমি আমায় করব বড়ো
এই তো তোমার মায়া
তোমার আলো রাঙিয়ে দিয়ে
ফেলব রঙিন ছায়া
তুমি তোমায় রাখবে দূরে
ডাকবে তারে নানা সুরে
আপনারি বিরহ তোমার
আমায় নিল কায়া
বিরহ-গান উঠল বেজে
বিশ্বগগনময়
কত রঙের কান্নাহাসি
কতই আশা-ভয়
কত যে ঢেউ ওঠে পড়ে
কত স্বপন ভাঙে গড়ে
আমার মাঝে রচিলে যে
আপন পরাজয়
এই যে তোমার আড়ালখানি
দিলে তুমি ঢাকা
দিবানিশির তুলি দিয়ে
হাজার ছবি আঁকা
এরি মাঝে আপনাকে যে
বাঁধা রেখে বসলে সেজে
সোজা কিছু রাখলে না
সব মধুর বাঁকে বাঁকা
আকাশ জুড়ে আজ লেগেছে
তোমার আমার মেলা
দূরে কাছে ছড়িয়ে গেছে
তোমার আমার খেলা
তোমার আমার গুঞ্জরণে
বাতাস মাতে কুঞ্জবনে
তোমার আমার যাওয়া-আসায়
কাটে সকল বেলা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar