Kishore Kumar Hits

Soumitra Chatterjee - Bhorer Bela Kakhan Ese şarkı sözleri

Sanatçı: Soumitra Chatterjee

albüm: Jodi Prem Dile Naa Praane


ভোরের বেলায় কখন এসে পরশ করে গেছ হেসে
আমার ঘুমের দুয়ার ঠেলে কে সেই খবর দিল মেলে
জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে
মনে হল আকাশ যেন কইল কথা কানে কানে
মনে হল সকল দেহ পূর্ণ হল গানে গানে
হৃদয় যেন শিশিরনত ফুটল পূজার ফুলের মতো
জীবননদী কূল ছাপিয়ে ছড়িয়ে গেল অসীমদেশে
ভোরের বেলায় কখন এসে পরশ করে গেছ হেসে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar