'ড্যাং ড্যাং করে' একপায়ে ঊর্ধ্ববাহু হয়ে দাঁড়িয়ে জটাধারী একটি গাছ ঝুঁকে পড়ে যত দেখে তত অবাক হয় ট্যাঁকে বাচ্চা নিয়ে এ বাড়ি-ও বাড়ি বাসন মাজে রাত্তিরে গাছতলায় মাদুর বিছিয়ে শোয় যে মেয়েকে স্বামী নেয় না, যমেরও অরুচি ছিঃ! ছিঃ! আবার তার ছেলে হবে জলের কলে সেই লজ্জাকে ঢাকতে হাঁটি হাঁটি পায়ে পায়ে মা'র হাতে ছেঁড়া শাড়িটা এগিয়ে দেয় লজ্জাকে মাথায় মণি করা ছোট্ট একটি জীবন কদিন আগেও শানের উপর যে হামা দিত তার মানে, তাহলে পৃথিবীতে আরও দুটো চোখ আরও একটা মাথা উঁচু করে দুপাশে পাখির ডানার মতো দুটো হাত দোলাতে দোলাতে মাটিতে ড্যাং ড্যাং করে হেঁটে যাবে একপায়ে আজীবন একই জায়গায় দাঁড়িয়ে থাকা জটাধারী ঊর্ধ্ববাহু গাছটা ঝুঁকে পড়ে যত দেখে তত অবাক হয়