২৫শে সেপ্টেম্বর, ১৯১৪ কবিপুত্র রথীন্দ্রনাথ তার কৃষিবিজ্ঞানের কাজে স্ত্রী প্রতিমাকে নিয়ে সংসার পেতেছিলেন শ্রীনিকেতনের অনতিদূরে সুরুলের কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ মাসখানেক তাদের সঙ্গী বাসিন্দা হন তবে শান্তিনিকেতনে যাতায়াত করতেন নিয়মিত গড়ে ওঠে নতুন নতুন গান রবি-জীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায়ের সাক্ষ্যে- "কবি সেখান হইতে প্রায় প্রতিদিন অপরাহ্নে শান্তিনিকেতনে আসেন গরুর গাড়ি করিয়া অন্তত ভাঙ্গা মেঠো পথ দিয়া গরুর গাড়িতে যাওয়া আসা করিতে হইতো বেণুকুঞ্জের খড়ের ঘরে থাকেন দিনেন্দ্রনাথ সেখানে সন্ধ্যায় গানের আসর জমে গীতালির নতুন গান যেদিন যা লেখা হয় কবি সন্ধ্যায় আসিয়া দিনেন্দ্রনাথকে তাহা শিখাইয়া যান সে পরম্পরায় রচিত হলো..."