১৯৩৬-এর ২৯শে জানুয়ারি কবি রচিত গানটি প্রসঙ্গে আশ্রম কন্যা গায়িকা কনিকা বন্দ্যোপাধ্যায়ের বয়ান "কল্যাণীয়া শ্রীমতী রেণুর সঙ্গে শ্রী প্রভাত চন্দ্র গুপ্তের শুভ পরিনয় উপলক্ষে উৎসর্গ করা গান বলে রবীন্দ্রনাথের স্বহস্তে পাণ্ডুলিপির ওপরে লেখা আছে" তবে তথ্যের ভিন্ন সুত্র মেলে কবিশিষ্য শান্তিদেব ঘোষের বয়ানে "চিত্রাঙ্গদা নাটকের অর্জুন ও চিত্রাঙ্গদার যুগ্ম নৃত্যের গান এ গানটি রচিত হয় "সেদিন দুজনে দুলেছিনু বনে" গানটির ছন্দ লক্ষ্য করে চিত্রাঙ্গদা রচিত হবার কয়েক বৎসর পূর্বে "সেদিন দুজনে" গানের সঙ্গে একটি যুগ্ম নৃত্য রচনা করা হয় গানের সঙ্গে নাচটি বেশ মানিয়েছিল এই নাচটি চিত্রাঙ্গদায় রাখবার জন্য যখন প্রস্তাব এলো তখন গুরুদেব চিত্রাঙ্গদার সঙ্গে কথা মিলিয়ে একই ছন্দে লিখলেন"