Kishore Kumar Hits

Soumitra Chatterjee - Santiniketane Robir şarkı sözleri

Sanatçı: Soumitra Chatterjee

albüm: Prem Eshaychhilo


শান্তিনিকেতনে রবি-সঙ্গী ক্ষিতিমোহন সেনের কন্যা
অমিতার স্মৃতিতে উঠে আসে আরেক আশ্রম কন্যা খুকু
অর্থাৎ গায়িকা অমিতা সেনের প্রসঙ্গ
মৃত্যুর আগে অমিতা শান্তিনিকেতনে ফিরে এসে কিছুকাল বাস করে
সেই সময় সকাল-সন্ধ্যায় গুরুদেবকে সে গান শোনাতে যেত
গুরুদেব ওর গান শুনতে ভালোবাসতেন
অমিতা একটার পর একটা গান গেয়ে যেত
এই সময় তিনি একদিন বর্তমান গানটি শুনতে চান
খুকু তাকে গেয়ে শোনালে তিনি হেসে তাকে বললেন
"কী রে! গানটা শুনে তোর কি কিছু মনে পড়ছে?"
উচ্চস্বরে হেসে উঠলো খুকু
রবীন্দ্রনাথ সেদিন বলেছিলেন
"ওকে উদ্দেশ করেই গানটি আমি বেঁধেছিলাম"
সেখানে তখন যারা উপস্থিত ছিলেন
তারা পরে অমিতাকে বলেছিলেন
"পরম সৌভাগ্যের এমন দামি কথাটা তুমি মনের মধ্যেই চেপে রাখলে!
আমরা হলে উচ্চকণ্ঠে এই কথাটা গেয়ে বেড়াতাম!"
উত্তরে অমিতা বলেছিল
"ও কথা গুরুদেব মুখে বললেও আমি কি বুঝি না
এই গানের কী গভীর অর্থ
এই গভীর অনুভূতি কি ছোট আধার ধারন করতে পারে?
ওঁর এই ভাব কোন গভীরে, কোন পরমার দিকে বয়ে যাচ্ছে!
আমি তো উপলক্ষ্য মাত্র!"

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar