Soumitra Chatterjee - Sukher Majhe Tomay Dekhechhi şarkı sözleri
Sanatçı:
Soumitra Chatterjee
albüm: Prem Eshaychhilo
সুখের মাঝে তোমায় দেখেছি
দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে
সুখের মাঝে তোমায় দেখেছি
দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে
হারিয়ে তোমায় গোপন রেখেছি
পেয়ে আবার হারাই মিলন-ঘোরে
সুখের মাঝে তোমায় দেখেছি
দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে
সুখের মাঝে তোমায় দেখেছি
♪
চিরজীবন আমার বীণা-তারে
তোমার আঘাত লাগল, আঘাত লাগল বারে বারে
চিরজীবন আমার বীণা-তারে
তোমার আঘাত লাগল, আঘাত লাগল বারে বারে
তাই তো আমার নানা সুরের তানে
প্রাণে তোমার পরশ নিলেম প্রাণে ধরে
সুখের মাঝে তোমায় দেখেছি
দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে
সুখের মাঝে তোমায় দেখেছি
♪
আজ তো আমি ভয় করি নে আর
লীলা যদি ফুরায়, যদি ফুরায় হেথাকার
আজ তো আমি ভয় করি নে আর
লীলা যদি ফুরায়, যদি ফুরায় হেথাকার
নূতন আলোয় নূতন অন্ধকারে
লও যদি বা নূতন সিন্ধুপারে
নূতন আলোয় নূতন অন্ধকারে
লও যদি বা নূতন সিন্ধুপারে
তবু তুমি সেই তো আমার তুমি
আবার তোমায় চিনব নূতন করে
সুখের মাঝে তোমায় দেখেছি
দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে
সুখের মাঝে তোমায় দেখেছি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri