Kishore Kumar Hits

Soumitra Chatterjee - Rabindranather Bayane şarkı sözleri

Sanatçı: Soumitra Chatterjee

albüm: Duranta Asha - Recitations By Soumitra Chatterjee


রবীন্দ্রনাথের বয়ানে, প্রকৃতির সঙ্গে গানের যত নিকট সম্পর্ক
এমন আর কিছু না
চিরকালই গানের সুর আমার মনে একটা অনির্বচনীয় আবেগ উপস্থিত করে
এখনো কাজকর্মের মাঝখানে হঠাৎ একটা গান শুনিলে
আমার কাছে এক মুহূর্তেই সমস্ত সংসারের ভাবান্তর হইয়া যায়
এই-সমস্ত চোখে দেখার রাজ্য গানে-শোনার মধ্য দিয়া
হঠাৎ একটা কী নূতন অর্থ লাভ করে
অক্টোবর ১৯১৪
আইনজীবী সাহিত্যিক প্রভাত মুখোপাধ্যায়ের আতিথ্যে
রবীন্দ্রনাথ তখন গয়ায়
১২ই অক্টোবর, গয়া থেকে দু' স্টেশন পরে বেলা স্টেশন
স্টেশনে নেমে পালকিতে চলেছেন বরাবর পাহাড়ের দিকে
পালকি-দোলায় সে যাত্রাপথে রবি-রচনায় বাণী হয় গান
কবি চেতনায় যে গান শুনলেই আশ্চর্য হয়ে যাই
এই সুরগুলি কারো কাছে ধার করা নয়
কোথা থেকে এসেছে, বলতে পারি নে
ফিরে শুনি যখন, বিস্মিত হই
এবং নিজেকে বলি, "তোমার গান রইল
এ আর কাল অপহরণ করতে পারবে না"

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar