Kishore Kumar Hits

Soumitra Chatterjee - Ekhan Dheu Er Samne şarkı sözleri

Sanatçı: Soumitra Chatterjee

albüm: Duranta Asha - Recitations By Soumitra Chatterjee


এখন ঢেউয়ের সামনে এসে বসতেই
আমি দেখলাম আমি নিঃস্ব
আমার স্মৃতি আরেক সমুদ্র
যা দিনে দিনে চিত্রার্পিত হয়েছে
তাই স্থির কোনো কাঁপন দৃশ্যমান হয় না
মানুষই তার পরিণতিকে তরঙ্গ দেয়
এই কথা সত্য কি না আমি সমুদ্রকে প্রশ্ন করেছিলাম একদিন
নোনা হাওয়ায় একদিন চুল উথাল হয়েছিল তোমার
আমি কোনোদিন তোমাকে একটা শাঁখের মতো বাজাতে চেয়েছিলাম

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar