Kishore Kumar Hits

Prasun Mukherjee - Chokher Aloye şarkı sözleri

Sanatçı: Prasun Mukherjee

albüm: Akash Bhora Surjo Tara


চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে

ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা
এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে

তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে
খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে
তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে
খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে
থাক তবে সেই কেবল খেলা
হোক-না এখন প্রাণের মেলা
তারের বীণা ভাঙল, হৃদয়-বীণায় গাহি রে
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar