Kishore Kumar Hits

Prasun Mukherjee - Ogo Nodi Apon Bege şarkı sözleri

Sanatçı: Prasun Mukherjee

albüm: Akash Bhora Surjo Tara


ওগো নদী, আপন বেগে পাগল-পারা
আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা
আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা

আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি
আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি
আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা
আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা

ওগো নদী, আপন বেগে পাগল-পারা
পথে পথে বাহির হয়ে আপন-হারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা
পথে পথে বাহির হয়ে আপন-হারা
আমার চলা যায় না বলা, আলোর পানে প্রাণের চলা
আকাশ বোঝে আনন্দ তার, বোঝে নিশার নীরব তারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা
আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar