Kishore Kumar Hits

Prasun Mukherjee - Baro Asha Kore Eshechi şarkı sözleri

Sanatçı: Prasun Mukherjee

albüm: Akash Bhora Surjo Tara


বড়ো আশা করে এসেছি গো, কাছে ডেকে লও
ফিরায়ো না জননী
বড়ো আশা করে এসেছি গো, কাছে ডেকে লও
ফিরায়ো না জননী
বড়ো আশা করে এসেছি গো, কাছে ডেকে লও
দীনহীনে কেহ চাহে না
তুমি তারে রাখিবে জানি গো
দীনহীনে কেহ চাহে না
তুমি তারে রাখিবে জানি গো
আর আমি যে কিছু চাহি নে
চরণতলে বসে থাকিব
আর আমি যে কিছু চাহি নে
জননী বলে শুধু ডাকিব
তুমি না রাখিলে, গৃহ আর পাইব কোথা?
কেঁদে কেঁদে কোথা বেড়াব?
ওই যে হেরি তমসঘনঘোরা গহন রজনী
বড়ো আশা করে এসেছি গো, কাছে ডেকে লও
ফিরায়ো না জননী
বড়ো আশা করে এসেছি গো, কাছে ডেকে লও

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar