Purabi Dutta - Bokul Chapar Bone Ke mor şarkı sözleri
Sanatçı:
Purabi Dutta
albüm: Modir Ankhir Sudhay Saki
বকুল চাঁপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে
অনুরাগের সোনার রঙে হৃদয় গগন রাঙালে
বকুল চাঁপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে
ঘুমিয়ে ছিলাম কুমুদ-কুঁড়ি বিজন ঝিলের নীল জলে
ঘুমিয়ে ছিলাম কুমুদ-কুঁড়ি বিজন ঝিলের নীল জলে
ঘুমিয়ে ছিলাম কুমুদ-কুঁড়ি বিজন ঝিলের নীল জলে
পূর্ণ শশী, তুমি আসি আমার সে ঘুম ভাঙালে
বকুল চাঁপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে
হে মায়াবী, তোমার ছোঁয়ায় সুন্দর আজ আমার তনু
তোমার মায়া রচিল মোর বাদল মেঘে ইন্দ্রধনু
তোমার টানে হে দরদি, দোল খেয়ে যায় কাঁদন নদী
তোমার টানে হে দরদি, দোল খেয়ে যায় কাঁদন নদী
কূল হারা মোর ভালোবাসা আজকে কূলে লাগালে
বকুল চাঁপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে
অনুরাগের সোনার রঙে হৃদয় গগন রাঙালে
বকুল চাঁপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri