Kishore Kumar Hits

Purabi Dutta - Modir Ankhir Sudhay Saki şarkı sözleri

Sanatçı: Purabi Dutta

albüm: Modir Ankhir Sudhay Saki


মদির আঁখির সুরায় সাকি ডুবাও আমার এ তনু মন
আজকে তোমায় ও আমায় বেদনার বাসর জাগরণ
মদালসা আঁখি তব, সাকি, দিল দোলা প্রাণে
সাকি, দিল দোলা প্রাণে
সাকি, দিল দোলা প্রাণে, দোলা

বাদল-ছাওয়া গুল-বাগিচায় বুলবুল কাঁদে গজল গানে
বুলবুল কাঁদে গজল গানে
বুলবুল কাঁদে গজল গানে, বুলবুল

গোলাবী গুলের নেশা ছিল মোর ফুলেল ফাগুনে
শুকায়ে গিয়াছে ফুলবন, নাই গোলাব গুলিস্তানে
নাই গোলাব গুলিস্তানে
নাই গোলাব গুলিস্তানে, গোলাব

শুনি, সাকি তোমার কাছে ব্যথা ভোলার দারু আছে
শুনি, সাকি তোমার কাছে ব্যথা ভোলার দারু আছে
হিয়া কি অমিয়া যাচে জান তুমি, খোদা জানে
জান তুমি, খোদা জানে
জান তুমি, খোদা জানে, জান

দুখের পশরা লয়ে কী হবে কাঁদিয়া বৃথা
দুখের পশরা লয়ে কী হবে কাঁদিয়া বৃথা
সকলি গিয়াছে যখন, যাক ঈমান শরাব পানে
যাক ঈমান শরাব পানে
যাক ঈমান শরাব পানে
বাদল-ছাওয়া গুল-বাগিচায়
বাদল-ছাওয়া গুল-বাগিচায়
বাদল-ছাওয়া গুল-বাগিচায়
বাদল-ছাওয়া গুল-বাগিচায় বুলবুল কাঁদে গজল গানে
বুলবুল কাঁদে গজল গানে
বুলবুল কাঁদে গজল গানে, বুলবুল

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar