পথহারা পাখি কেঁদে ফেরে একা পথহারা পাখি কেঁদে ফেরে একা আমার জীবনে শুধু আঁধারের রেখা পথহারা পাখি কেঁদে ফেরে একা ♪ বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে আশ্রয় যাচি হায় কাহার কাছে বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে আশ্রয় যাচি হায় কাহার কাছে বুঝি দুখ-নিশি মোর হবে না, হবে না ভোর বুঝি দুখ-নিশি মোর হবে না, হবে না ভোর ফুটিবে না আশার আলোক রেখা পথহারা পাখি কেঁদে ফেরে একা পথহারা পাখি কেঁদে ফেরে একা