চোখের নেশার ভালোবাসা, সে কি কভু থাকে গো চোখের নেশার ভালোবাসা, সে কি কভু থাকে গো জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো? চোখের নেশার ভালোবাসা তোমরা ভোলো গো যারে, যারে তোমরা ভোলো গো যারে, চিরতরে ভোলো তারে মেঘ গেলে আবছায়া থাকে কি আকাশে গো? চোখের নেশার ভালোবাসা পুতুল লইয়া খেলা খেলেছ বালিকা বেলা খেলিছ পরান লয়ে তেমনি পুতুল খেলা ভাঙ্গিছ গড়িছ নিতি হৃদয়-দেবতাকে গো চোখের ভালোবাসা গলে শেষ হয়ে যায় চোখের জলে চোখের ভালোবাসা গলে শেষ হয়ে যায় চোখের জলে বুকের ছলনা সে কি নয়নজলে ঢাকে গো? চোখের নেশার ভালোবাসা, সে কি কভু থাকে গো চোখের নেশার ভালোবাসা, সে কি কভু থাকে গো