অন্তরে তুমি আছ চিরদিন ওগো অন্তর্যামী
অন্তরে তুমি আছ চিরদিন ওগো অন্তর্যামী
বাহিরে বৃথাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি
ওগো অন্তর্যামী
♪
প্রাণের মতন, আত্মার সম আমাতে আছ হে অন্তরতম
প্রাণের মতন, আত্মার সম আমাতে আছ হে অন্তরতম
মন্দির রচি বিগ্রহ করি
দেখে হাস তুমি স্বামী
ওগো অন্তর্যামী
♪
সমীরণ সম, আলোর মতন বিশ্বে রয়েছ ছড়ায়ে
গন্ধে-কুসুমে-সৌরভ সম প্রাণে-প্রাণে আছ জড়ায়ে
তুমি বহুরূপী, তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তবিহীন
তুমি বহুরূপী, তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তবিহীন
তব লুকোচুরি খেলা সহচরী
আমি যে দিবসযামী
ওগো অন্তর্যামী
অন্তরে তুমি আছ চিরদিন ওগো অন্তর্যামী
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri