Kishore Kumar Hits

Purabi Dutta - Jani Jani Tumi Asibe şarkı sözleri

Sanatçı: Purabi Dutta

albüm: Jhum Jhumraa Naachtey


জানি জানি তুমি আসিবে ফিরে
আবার উঠিবে চাঁদ নিরাশা তিমিরে
জানি জানি তুমি আসিবে ফিরে
আবার উঠিবে চাঁদ নিরাশা তিমিরে
জানি জানি তুমি আসিবে ফিরে

নিঝুম কাননে থাকি
ডাকিবে গানের পাথি
নিঝুম কাননে থাকি
ডাকিবে গানের পাথি
দখিনা সমীরণ আবার বহিবে ধীরে
জানি জানি তুমি আসিবে ফিরে

আবার গাঙের জলে বহিবে জোয়ার
জ্বলিবে আশার দীপ, রবে না আঁধার
তোমারি পরশ লেগে
ঘুম মোর যাবে ভেঙে
তোমারি পরশ লেগে
ঘুম মোর যাবে ভেঙে
একদা প্রভাতে প্রিয় আকুল নয়ন-নীরে
জানি জানি তুমি আসিবে ফিরে
আবার উঠিবে চাঁদ নিরাশা তিমিরে
জানি জানি তুমি আসিবে ফিরে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar