Kishore Kumar Hits

Purabi Dutta - Shiulitalay Bhor Belay şarkı sözleri

Sanatçı: Purabi Dutta

albüm: Shiulitalay Bhorbelaa


শিউলি তলায় ভোর বেলা কুসুম কুড়ায় পল্লী-বালা
শেফালি পুলকে ঝরে পড়ে মুখে খোঁপাতে চিবুকে আবেশ-উতলা
খোঁপাতে চিবুকে আবেশ-উতলা
শিউলি তলায় ভোর বেলা কুসুম কুড়ায় পল্লী-বালা
শেফালি পুলকে ঝরে পড়ে মুখে খোঁপাতে চিবুকে আবেশ-উতলা
খোঁপাতে চিবুকে আবেশ-উতলা
ঘোমটা খুলিয়া তার পিঠেতে লুটায়
শিথিল কবরী লুটিতেছে তার গায়
ঘোমটা খুলিয়া তার পিঠেতে লুটায়
শিথিল কবরী লুটিতেছে তার গায়
নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙ্গে
নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙ্গে
আধো আঁধার বন তার রূপে উজালা
শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী-বালা
শেফালি পুলকে ঝরে পড়ে মুখে খোঁপাতে চিবুকে আবেশ-উতলা
খোঁপাতে চিবুকে আবেশ-উতলা
নিলাজ পাঁয়জোরে তার ওঠে ঝঙ্কার রিনিঝিনি
মন কয় চিনি চিনি গো চিনি চিনি
এ কি গো বন-দেবীর সতিনী
শিশির ধরে পায় আল তার রঙ চায়
বনে পাখি গায় তার গান নিরালা
শিউলি তলায় ভোর বেলা কুসুম কুড়ায় পল্লী-বালা
শেফালি পুলকে ঝরে পড়ে মুখে খোঁপাতে চিবুকে আবেশ-উতলা
খোঁপাতে চিবুকে আবেশ-উতলা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar