Kishore Kumar Hits

Purabi Dutta - Kemone Hoibo Paar(Hey Priyo Tomar Amar) şarkı sözleri

Sanatçı: Purabi Dutta

albüm: Shiulitalay Bhorbelaa


কেমনে হইব পার
হে প্রিয়, তোমার আমার মাঝে বিরহের পারাবার
কেমনে হইব পার
নিশীথের চখা-চখির মতন
দুই কূলে থাকি, কাঁদি দুই জন
নিশীথের চখা-চখির মতন
দুই কূলে থাকি, কাঁদি দুই জন
আসিল না দিন, মোদের জীবনে অন্তহীন আঁধার
কেমনে হইব পার
সেধেছিনু বুঝি বাধ
কাহার মিলনে সে কোন জনমে তাই মিটিল না সাধ
স্মৃতি তব ঝরা পালকের প্রায়
স্মৃতি তব ঝরা পালকের প্রায়
লুটায় মনের বালুচরে, হায়
সে কোন প্রভাতে কোন নবলোকে মিলিব দোঁহে আবার
কেমনে হইব পার
হে প্রিয়, তোমার আমার মাঝে বিরহের পারাবার
কেমনে হইব পার

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar