Kishore Kumar Hits

Purabi Dutta - Tui Pashan Girir Meye Holi şarkı sözleri

Sanatçı: Purabi Dutta

albüm: Shiulitalay Bhorbelaa


তুই পাষাণ গিরির মেয়ে হলি
পাষাণ ভালোবাসিস বলে
তুই পাষাণ গিরির মেয়ে হলি
পাষাণ ভালোবাসিস বলে
গলবে কি তোর পাষাণ-হৃদয়
গলবে কি তোর পাষাণ-হৃদয়
তপ্ত আমার নয়নজলে, মা গো
তুই পাষাণ গিরির মেয়ে হলি
পাষাণ ভালোবাসিস বলে
তুই বইয়ে নদী পিতার চোখে
লুকিয়ে বেড়াস লোকে লোকে
মহেশ্বরও পায় না তোকে
পড়ে মা তোর চরণতলে
পাষাণ গিরির মেয়ে হলি
পাষাণ ভালোবাসিস বলে
কোটি ভক্ত যোগী ঋষি
ঠাঁই পেল না তোর চরণে
তাই ব্যথায় রাঙা তাদের হৃদয়
ব্যথায় রাঙা তাদের হৃদয়
জবা হয়ে ফোটে বনে
শুনেছি মা ভক্তি-ভরে
মা, মা গো, মা
শুনেছি মা ভক্তি-ভরে
মা বলে যে ডাকে তোরে, মা
তুই অমনি গলে অশ্রুলোরে
ঠাঁই দিস তোর অভয় কোলে
পাষাণ গিরির মেয়ে হলি
পাষাণ ভালোবাসিস বলে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar