Purabi Dutta - Elo Oi Bonante Pagal Basanta şarkı sözleri
Sanatçı:
Purabi Dutta
albüm: Shiulitalay Bhorbelaa
এলো ঐ বনান্তে পাগল বসন্ত
এলো ঐ বনান্তে পাগল বসন্ত
বনে বনে মনে মনে রঙ সে ছড়ায় রে
চঞ্চল তরুণ দুরন্ত
এলো ঐ বনান্তে পাগল বসন্ত
♪
বাঁশিতে বাজায় সে বিধুর
পরজ বসন্তের সুর
পান্ডু কপোলে জাগে রঙ নব অনুরাগে
রাঙা হল ধূসর দিগন্ত
এলো ঐ বনান্তে পাগল বসন্ত
♪
কিশলয় পর্ণে অশান্ত
উড়ে তার অঞ্চল প্রান্ত
পলাশ কলিতে তার ফুল ধনু লঘু ভার
ফুলে ফুলে হাসি অফুরন্ত
ফুলে ফুলে হাসি অফুরন্ত
এলোমেলো দখিনা মলয় রে
দখিনা মলয়, দখিনা মলয় রে
এলোমেলো দখিনা মলয় রে
প্রলাপ বকিছে বনময় রে
অকারণ মন-মাঝে বিরহের বেণু বাজে
জেগে ওঠে বেদনা ঘুমন্ত
এলো ঐ বনান্তে পাগল বসন্ত
বনে বনে মনে মনে রঙ সে ছড়ায় রে
চঞ্চল তরুণ দুরন্ত
এলো ঐ বনান্তে পাগল বসন্ত
এলো ঐ বনান্তে পাগল বসন্ত
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri