Purabi Dutta - Akashe Helan Diye şarkı sözleri
Sanatçı:
Purabi Dutta
albüm: Shiulitalay Bhorbelaa
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই
ওই পাহাড়ের ঝর্ণা আমি
ওই পাহাড়ের ঝর্ণা আমি
ঘরে নাহি রইবো, উধাও হয়ে বই
পাহাড় ঘুমায় ওই
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই
♪
চিতাবাঘ মিতা আমার, গোখরো খেলার সাথি
চিতাবাঘ মিতা আমার, গোখরো খেলার সাথি
সাপের ঝাঁপি বুকে ধরে সুখে কাটাই রাতি
সাপের ঝাঁপি বুকে ধরে সুখে কাটাই রাতি
ঘূর্ণি হাওয়ার উড়নি ধরে
ঘূর্ণি হাওয়ার উড়নি ধরে
নাচি তাথৈ থৈ পাহাড়
নাচি তাথৈ থৈ পাহাড়
নাচি তাথৈ থৈ
পাহাড় ঘুমায় ওই
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri