Purabi Dutta - Bon Bihanga Jao Re Ure şarkı sözleri
Sanatçı:
Purabi Dutta
albüm: Shiulitalay Bhorbelaa
বন-বিহঙ্গ যাও রে উড়ে মেঘনা নদীর পাড়ে
দেখা হইলে আমার কথা কইয়ো গিয়া তারে
মেঘনা নদীর পাড়ে
বন-বিহঙ্গ যাও রে উড়ে মেঘনা নদীর পাড়ে
♪
কোকিল ডাকে বকুল-ডালে, যে মালঞ্চে সাঁঝ-সকালে রে
কোকিল ডাকে বকুল-ডালে, যে মালঞ্চে সাঁঝ-সকালে রে
আমার বন্ধু কাঁদে সেথায়
আমার বন্ধু কাঁদে সেথায় গাঙেরই কিনারে
মেঘনা নদীর পাড়ে
♪
গিয়া তারে দিয়া আইস আমার শাপলা-মালা
আমার তরে লইয়া আইস তাহার বুকের জ্বালা
বন্ধু, তাহার বুকের জ্বালা
সে যেন রে বিয়া করে, সোনার কইন্যা আনে ঘরে রে
আমার পাটের জোড় পাঠাইয়া
আমার পাটের জোড় পাঠাইয়া দিব সে কইন্যারে
মেঘনা নদীর পাড়ে
বন-বিহঙ্গ যাও রে উড়ে মেঘনা নদীর পাড়ে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri