মনে সুখ, মনে দুখ মনে সুখ, মনে দুখ এই সুখী মনেরই অসুখ এই সুখী মনেরই অসুখ এই সুখী মনেরই অসুখ মনে সুখ, মনে দুখ মনে সুখ, মনে দুখ ♪ মনেরই কারণে পৃথিবীতে এত হাসিকান্না কেউ ভালোবাসা চেয়ে বুকে নিয়ে ফেরে শুধু যন্ত্রণা মনেরই কারণে পৃথিবীতে এত হাসিকান্না কেউ ভালোবাসা চেয়ে বুকে নিয়ে ফেরে শুধু যন্ত্রণা এই যন্ত্রণা-বঞ্চনা সবকিছু দূরে ঠেলে একটু শান্তি আর ভালোবাসা আমি পেতে চাই তবেই তো আমার সুখ মনে সুখ, মনে দুখ মনে সুখ, মনে দুখ ♪ এই পৃথিবীতে কেন চাওয়া পাওয়া নিয়ে এত দ্বন্দ্ব? মানুষ মানুষে কেন স্বার্থের টানে হয় অন্ধ? এই পৃথিবীতে কেন চাওয়া পাওয়া নিয়ে এত দ্বন্দ্ব? মানুষ মানুষে কেন স্বার্থের টানে হয় অন্ধ? সবকিছু ভুলে গিয়ে দুঃখকে দূরে ঠেলে ভালোবাসার আলো হয়ে আলোর প্রদীপ আমি হতে চাই তবেই তো আমার সুখ মনে সুখ, মনে দুখ মনে সুখ, মনে দুখ এই সুখী মনেরই অসুখ এই সুখী মনেরই অসুখ এই সুখী মনেরই অসুখ মনে সুখ, মনে দুখ মনে সুখ, মনে দুখ