কেন আগের মতো বাঁশি বাজে না? কেন আগের মতো বাঁশি বাজে না? জানি না, বুঝি না, আমি জানি না জানি না, সা-নি-ধা-নি-সা-রে-মা বুঝি না, সা-নি-ধা-পা-মা-গা জানি না, জানি না, বুঝি না জানি না কেন আগের মতো বাঁশি বাজে না? কেন আগের মতো বাঁশি বাজে না? ♪ পথ চেয়ে যার তরে ♪ পথ চেয়ে যার তরে সে রয় দূরে সরে হৃদয়ে নূপুর আজ তাই কি রে হৃদয়ে নূপুর আজ তাই কি রে রুমঝুম বাজে না, না, না, না কেন আগের মতো বাঁশি বাজে না? কেন আগের মতো বাঁশি বাজে না? ♪ আমারে ভরায়ে দুখে আমারে ভরায়ে দুখে সে কি গো রয় সুখে হাতের কাঁকন আজ তাই কি রে হাতের কাঁকন আজ তাই কি রে ছন্দে বাজে না, না, না, না কেন আগের মতো বাঁশি বাজে না? কেন আগের মতো বাঁশি বাজে না? জানি না, বুঝি না, আমি জানি না জানি না, সা-নি-ধা-নি-সা-রে-মা বুঝি না, সা-নি-ধা-পা-মা-গা জানি না, জানি না, বুঝি না জানি না কেন আগের মতো বাঁশি বাজে না? কেন আগের মতো বাঁশি বাজে না? কেন আগের মতো বাঁশি বাজে না?