Ferdous Ara - Amar Jabar Somoy Holo şarkı sözleri
Sanatçı:
Ferdous Ara
albüm: Poth hara pakhi
আমার যাবার সময় হ'ল, দাও বিদায়
♪
মোছ আঁখি দুয়ার খোলো, দাও বিদায়
আমার যাবার সময় হ'ল, দাও বিদায়
মোছ আঁখি দুয়ার খোলো, দাও বিদায়
♪
ফোটে যে ফুল আঁধার রাতে
ঝরে ধূলায়ে ভোর বেলাতে
ফোটে যে ফুল আঁধার রাতে
ঝরে ধূলায়ে ভোর বেলাতে
আমায় তারা ডাকে সাথে, আয়রে আয়
সজল করুণ নয়ন তোল, দাও বিদায়
আমার যাবার সময় হ'ল, দাও বিদায়
♪
অন্ধকারে এসেছিলাম, থাকতে আঁধার যাই চ'লে
ক্ষণিক ভালবেসেছিলে, চিরকালের নাই হ'লে
♪
হ'ল চেনা হ'ল দেখা, নয়ন জলে রইল লেখা
হ'ল চেনা হ'ল দেখা, নয়ন জলে রইল লেখা
দূর বিরহে ডাকে কেকা, বরষায়
ফাগুন-স্বপন ভোল ভোল, দাও বিদায়
আমার যাবার সময় হ'ল, দাও বিদায়
মোছ আঁখি দুয়ার খোলো, দাও বিদায়
আমার যাবার সময় হ'ল, দাও বিদায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri