Ferdous Ara - Modhukor Monjir Baje şarkı sözleri
Sanatçı:
Ferdous Ara
albüm: Poth hara pakhi
মধুকর মঞ্জির বাজে বাজে
গুন গুন মঞ্জুল গুঞ্জরণে
মধুকর মঞ্জির বাজে বাজে
গুন গুন মঞ্জুল গুঞ্জরণে
মৃদুল দোদুল নৃত্যে
বন বালিকা মাতে কুঞ্জবনে
গুন গুন মঞ্জুল গুঞ্জরণে
মধুকর মঞ্জির বাজে বাজে
গুন গুন মঞ্জুল গুঞ্জরণে
♪
বাজাইছে সমীর দখিনা
পল্লবে মর্মর বীণা
বাজাইছে সমীর দখিনা
পল্লবে মর্মর বীণা
বনভুমি ধ্যান-আসীনা
বনভুমি ধ্যান-আসীনা
সাজিল রাঙা কিশলয়-বসনে
সাজিল রাঙা কিশলয়-বসনে
গুন গুন মঞ্জুল গুঞ্জরণে
মধুকর মঞ্জির বাজে বাজে
গুন গুন মঞ্জুল গুঞ্জরণে
♪
ধূলি ধূসর প্রান্তর
পরেছিল গৈরিক সন্ন্যাসী-সাজ
নব-দূর্বাদল শ্যাম হলো আনন্দে আজ
ধূলি ধূসর প্রান্তর
পরেছিল গৈরিক সন্ন্যাসী-সাজ
নব-দূর্বাদল শ্যাম হলো আনন্দে আজ
♪
লতিকা-বিতানে ওঠে ডাকি
মুহু-মুহু ঘুমহারা পাখি
লতিকা-বিতানে ওঠে ডাকি
মুহু-মুহু ঘুমহারা পাখি
নব নীল অঞ্জন মাখি
নব নীল অঞ্জন মাখি
উদাসী আকাশ হাসে চাঁদের সনে
উদাসী আকাশ হাসে চাঁদের সনে
গুন গুন মঞ্জুল গুঞ্জরণে
মধুকর মঞ্জির বাজে বাজে
গুন গুন মঞ্জুল গুঞ্জরণে
মৃদুল দোদুল নৃত্যে
বন বালিকা মাতে কুঞ্জবনে
গুন গুন মঞ্জুল গুঞ্জরণে
মধুকর মঞ্জির বাজে বাজে
গুন গুন মঞ্জুল গুঞ্জরণে
গুন গুন মঞ্জুল গুঞ্জরণে
গুন গুন মঞ্জুল গুঞ্জরণে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri