Ferdous Ara - Khoda Ei Goriber şarkı sözleri
Sanatçı:
Ferdous Ara
albüm: Poth hara pakhi
খোদা, এই গরীবের শোনো শোনো মোনাজাত
খোদা, এই গরীবের-
দিয়ো তৃষ্ণা পেলে ঠান্ডা পানি
ক্ষুধা পেলে লবণ-ভাত
খোদা, এই গরীবের শোনো শোনো মোনাজাত
খোদা, এই গরীবের-
♪
মাঠে সোনার ফসল দিয়ো
দিয়ো গৃহ ভরা বন্ধু প্রিয়
মাঠে সোনার ফসল দিয়ো
দিয়ো গৃহ ভরা বন্ধু প্রিয়
হৃদয় ভরা শান্তি দিয়ো
হৃদয় ভরা শান্তি দিয়ো
সেই তো আমার আবহায়াত
খোদা, এই গরীবের শোনো শোনো মোনাজাত
খোদা, এই গরীবের-
♪
আমায় দিয়ে কারুর ক্ষতি
হয় না যেন দুনিয়ায়
আমি কারুর ভয় না করি
মোরেও কেহ ভয় না পায়, খোদা, খোদা
মস্ জিদে যাই তোমারি টানে
যবে মস্ জিদে যাই তোমারি টানে
মন নাহি ধায় দুনিয়া পানে
যেন মন নাহি ধায় দুনিয়া পানে
আমি ঈদের চাঁদ দেখি যেন
আমি ঈদের চাঁদ দেখি যেন
আসলে দুখের আঁধার রাত
খোদা, এই গরীবের শোনো শোনো মোনাজাত
খোদা, এই গরীবের-
দিয়ো তৃষ্ণা পেলে ঠান্ডা পানি
ক্ষুধা পেলে লবণ-ভাত
খোদা, এই গরীবের শোনো শোনো মোনাজাত
খোদা, এই গরীবের-
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri