মমতাজ, মমতাজ
মমতাজ, মমতাজ
তোমার তাজমহল
যেন ফিরদাউসের একমুঠো প্রেম
বৃন্দাবনের একমুঠো প্রেম
আজও করে ঝলমল
মমতাজ, মমতাজ
মমতাজ, মমতাজ
♪
কত সম্রাট হলো ধূলি স্মৃতির গোরস্তানে
পৃথিবী ভুলিতে না'রে প্রেমিক শাজাহানে
কত সম্রাট হলো ধূলি স্মৃতির গোরস্তানে
পৃথিবী ভুলিতে না'রে প্রেমিক শাজাহানে
শ্বেত মর্মরে সেই বিরহীর
শ্বেত মর্মরে সেই বিরহীর
ক্রন্দন-মর্মর গুঞ্জরে অবিরল
মমতাজ, মমতাজ
মমতাজ, মমতাজ
♪
কেমনে জানিলো শাজাহান প্রেম পৃথিবীতে মরে যায়
তাই পাষাণ প্রেমের স্মৃতি রেখে গেল পাষাণে লিখিয়া হায়
যেন তাজের পাষাণ অঞ্জলি লয়ে নিঠুর বিধাতা পানে
অতৃপ্ত প্রেম বিরহী আত্মা আজও অভিযোগ হানে
যেন তাজের পাষাণ অঞ্জলি লয়ে নিঠুর বিধাতা পানে
অতৃপ্ত প্রেম বিরহী আত্মা আজও অভিযোগ হানে
বুঝি সেই লাজে বালুকায় মুখ লুকাইতে চায়
শীর্ণা যমুনা জল
মমতাজ, মমতাজ
মমতাজ, মমতাজ
তোমার তাজমহল
যেন ফিরদাউসের একমুঠো প্রেম
বৃন্দাবনের একমুঠো প্রেম
আজও করে ঝলমল
মমতাজ, মমতাজ
মমতাজ, মমতাজ
মমতাজ
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri