Ferdous Ara - Tumi Ki Dokhina Pobon şarkı sözleri
Sanatçı:
Ferdous Ara
albüm: Laily Tomar Esheche Firiya
তুমি কি দখিনা পবন
তুমি কি দখিনা পবন
দুলে ওঠে দেহলতা
ফুলে ফুলে ফুল্ল হয়ে ওঠে মন
ফুলে ফুলে ফুল্ল হয়ে ওঠে মন
তুমি কি দখিনা পবন
তুমি কি দখিনা পবন
♪
অন্তর সৌরভে শিহরে
কথার কোয়েলিয়া কুহরে
অন্তর সৌরভে শিহরে
কথার কোয়েলিয়া কুহরে
তনু অনুরঞ্জিত করে গো-
তনু অনুরঞ্জিত করে গো-
প্রীতির পলাশ রঙন
প্রীতির পলাশ রঙন
তুমি কি দখিনা পবন
তুমি কি দখিনা পবন
♪
কী যেন মধু জাগে হিয়াতে
কী যেন মধু জাগে হিয়াতে
চাহি' যেন সেই মধু কোন্ চাঁদে পিয়াতে
কী যেন মধু জাগে হিয়াতে
♪
ফুটাইয়া ফুল কোথা চলে যাও
হুতাস নিশাসে কী ব'লে যাও
ফুটাইয়া ফুল কোথা চলে যাও
হুতাস নিশাসে কী ব'লে যাও
মধু পান করি না কো-
মধু পান করি না কো-
র'চে যাই শুধু মধু-বন
র'চে যাই শুধু মধু-বন
তুমি কি দখিনা পবন
তুমি কি দখিনা পবন
দুলে ওঠে দেহলতা
ফুলে ফুলে ফুল্ল হয়ে ওঠে মন
ফুলে ফুলে ফুল্ল হয়ে ওঠে মন
তুমি কি দখিনা পবন
তুমি কি দখিনা পবন
তুমি কি দখিনা পবন
তুমি কি দখিনা পবন
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri