যদি কোনোদিন দেখ তুমি, যাচ্ছি তোমার সামনে দিয়ে, ডাকবে না, আমি জানি। যদি কোনোদিন দেখ তুমি, গাচ্ছি গান বেসুরো গলায়, শুনবে না, আমি জানি। তাই জানতে ইচ্ছে করে আমার, কি ছিল চাওয়া তোমার যা দিতে পারবো না আমি। শুধু জানতে ইচ্ছে করে আমার তোমার কোনো স্বপ্ন ভাঙার, কারণ কি এই আমি। জানি ভাঙবে না ঘুম তোমার ভুল ইশারায় স্বপ্ন দেখা অন্ধকারে পদ্মার জলে বাস্তবতায় কড়া নাড়ায় আসবে না পথে যদি থাকি আমি তোমার আশায় বাসবে না ভালো থাকবে অন্যকারো ভালবাসায় তবে জেনে রেখ তুমি বদলাবো না এই আমি থাকবো তোমার প্রতীক্ষায় যদি না ফেরো তুমি স্বপ্ন হয়ে নিল আকাশে কিংবা ওই চাঁদের দেশে ভালবাসার গল্প শুনি... তাই জানতে ইচ্ছে করে আমার কি ছিল চাওয়া তোমার যা দিতে পারব না আমি শুধু জানতে ইচ্ছে করে আমার তোমার কোনো স্বপ্ন ভাঙার কারণ কি এই আমি... সাফিন।