Kishore Kumar Hits

Dhiren Bose - Amar Aponar Cheye şarkı sözleri

Sanatçı: Dhiren Bose

albüm: Mor Priya Hobey Esho


আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়
আমি শুনি যেন তার চরণের ধ্বনি
শুনি যেন তার চরণের ধ্বনি
আমারই পিয়াসী বাসনায়
আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়
আমারই মনের তৃষিত আকাশে
কাঁদে সে চাতক আকুল পিয়াসে
আমারই মনের তৃষিত আকাশে
কাঁদে সে চাতক আকুল পিয়াসে
কভু সে চকোর সুধা-চোর আসে
কভু সে চকোর সুধা-চোর আসে
নিশীথে স্বপনে জোছনায়
আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়
আমার মনের পিয়াল তমালে
হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম
আমার মনের পিয়াল তমালে
হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম
অশনি আলোকে হেরি তারে
থির-বিজুলী-উজল অভিরাম
আমারই রচিত কাননে বসিয়া
পরানু পিয়ারে মালিকা রচিয়া
আমারই রচিত কাননে বসিয়া
পরানু পিয়ারে মালিকা রচিয়া
সে মালা সহসা দেখিনু জাগিয়া
সে মালা সহসা দেখিনু জাগিয়া
আপনারই গলে দোলে হায়
আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar