Kishore Kumar Hits

Dhiren Bose - Mone Pore Aaj şarkı sözleri

Sanatçı: Dhiren Bose

albüm: Biday Sandhya Aashilo Oi - Sentimental Songs Of Kazi Nazrul Islam


মনে পড়ে আজ সে কোন জনমে
বিদায় সন্ধ্যাবেলা
আমি দাঁড়ায়ে রহিনু এপারে
তুমি ওপারে ভাসালে ভেলা
মনে পড়ে আজ

সেই সে বিদায় ক্ষণে
শপথ করিলে বন্ধু আমার
রাখিবে আমারে মনে
ফিরিয়া আসিবে খেলিবে আবার
সেই পুরাতন খেলা
মনে পড়ে আজ

আজও আসিলে না হায়
মোর অশ্রুর লিপি বনের বিহগী
দিকে দিকে লয়ে যায়
তোমারে খুঁজে না পায়
মোর গানের পাপিয়া ঝুরে
গহন কাননে তব নাম লয়ে
সেই পিয়া পিয়া সুরে
দিন চলে যায়
আর ফিরে আসে পাখী
বুকে বিঁধে অবহেলা
মনে পড়ে আজ সে কোন জনমে
বিদায় সন্ধ্যাবেলা
আমি দাঁড়ায়ে রহিনু এপারে
তুমি ওপারে ভাসালে ভেলা
মনে পড়ে আজ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar