Arnob - Nao Chhariya De şarkı sözleri
Sanatçı:
Arnob
albüm: Songs from World Tour '08
হায় রে, উড়ালি বিড়ালি বাওয়ে নাওয়ের বাদাম নড়ে
হায় রে, উড়ালি বিড়ালি বাওয়ে নাওয়ের বাদাম নড়ে
আথালি পাথালি পানি ছলাৎ-
আথালি পাথালি পানি ছলাৎ ছলাৎ চলে রে
হায় রে, খলখলাইয়া হাইসা উঠে বৈঠার হাতল চাইয়া
হায় রে, বৈঠার হাতল চাইয়া
নাও ছাড়াইয়া দে, পাল উড়াইয়া দে
ছলছলাইয়া চলুক রে নাও মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া
নাও ছাড়াইয়া দে, পাল উড়াইয়া দে
ছলছলাইয়া চলুক রে নাও মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া
♪
ঢেউয়ের তালে বাওয়ের ফাঁকে নাওয়ের বাদাম কাঁপে
ঢেউয়ের তালে বাওয়ের ফাঁকে নাওয়ের বাদাম কাঁপে
থুরথুরাইয়া মাপে তুফান, রোজ তুফান মাপে
মাপে, রোজ তুফান মাপে
তিরলি তিরলি কুলে ভ্রমর-ভ্রমরী খেলে রে
হায় রে, তিরলি তিরলি কুলে ভ্রমর-ভ্রমরী খেলে
বাদল উদালি খালে পানিতে জমিতে হেলে রে
হায় রে, ঝিমমিকাইয়া ঝালর পানি নাচে থইয়া থইয়া
পানি নাচে থইয়া থইয়া
নাও ছাড়াইয়া দে, পাল উড়াইয়া দে
ছলছলাইয়া চলুক রে নাও মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া
দাঁড় ছাড়াইয়া দে, পাল উড়াইয়া দে
ছলছলাইয়া চলুক রে নাও মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া
মাঝ-দইরা দিয়া, চলুক মাঝ-দইরা দিয়া
♪
শ্যামলি ধানের শ্যামলা বনে হইলদা পঙ্খী ডাকে
শ্যামলি ধানের শ্যামলা বনে হইলদা পঙ্খী ডাকে
চিকমিকাইয়া আলোর তুফান সইষ্যা ক্ষেতের ফাঁকে ফাঁকে
সইষ্যা ক্ষেতের ফাঁকে
সোনালি রূপালি রঙে রাঙা হইলো নদী
হায় রে, সোনালি রূপালি রঙে রাঙা হইলো নদী
মিতালি পাতাইতাম মুই মনের মিতা পাইতাম যদি রে
হায় রে, ছলছলাইয়া চলুক রে নাও মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া
নাও ছাড়াইয়া দে, পাল উড়াইয়া দে
ছলছলাইয়া চলুক রে নাও মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া
নাও ছাড়াইয়া দে, পাল উড়াইয়া দে
ছলছলাইয়া চলুক রে নাও মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া
মাঝ-দইরা দিয়া, চলুক মাঝ-দইরা দিয়া
মাঝ-দইরা দিয়া, চলুক মাঝ-দইরা দিয়া
মাঝ-দইরা দিয়া, চলুক মাঝ-দইরা দিয়া
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri