Kishore Kumar Hits

Arnob - Ore Nil Doriya şarkı sözleri

Sanatçı: Arnob

albüm: Songs from World Tour '08


ওরে নীল দরিয়া
আমায় দে রে দে ছাড়িয়া
ওরে নীল দরিয়া
আমায় দে রে দে ছাড়িয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে
কান্দে রইয়া রইয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে
কান্দে রইয়া রইয়া

কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধড়ফড়াইয়া রে
কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধড়ফড়াইয়া রে
দারুণ জ্বালা দিবানিশি
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে অন্তরে
আমার এতো সাধের মন বধুয়া হায়রে
কী জানি কী করে
আমার এতো সাধের মন বধুয়া হায়রে
কী জানি কী করে
ওরে সাম্পানের নাইয়া
আমায় দে রে দে ভিড়াইয়া
ওরে সাম্পানের নাইয়া
আমায় দে রে দে ভিড়াইয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া

হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী রে
হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী রে
নোঙ্গর ফেলি হাটে-ঘাটে
নোঙ্গর ফেলি হাটে-ঘাটে
বন্দরে-বন্দরে
আমার মনের নোঙ্গর পইড়া রইছে হায়রে
সারেং বাড়ির ঘরে
আমার মনের নোঙ্গর পইড়া রইছে হায়রে
সারেং বাড়ির ঘরে
এই না পথ ধরিয়া
আমি কত যে গেছি চলিয়া
এই না পথ ধরিয়া
আমি কত যে গেছি চলিয়া
একলা ঘরে মন বধুয়া আমার
রইছে পথ চাইয়া
একলা ঘরে মন বধুয়া আমার
রইছে পথ চাইয়া
ওরে নীল দরিয়া
আমায় দে রে দে ছাড়িয়া
ওরে নীল দরিয়া
আমায় দে রে দে ছাড়িয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar