Kishore Kumar Hits

Arnob - Ami Apar Hoye şarkı sözleri

Sanatçı: Arnob

albüm: Kingkortobbobimuroh


আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে
আমি তোমা বিনে
আমি তোমা বিনে
ঘোর সংকটে
না দেখি উপায়
পাড়ে লয়ে যাও আমায়
আমি অপার হয়ে বসে আছি
আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
নাহি আমার ভজন-সাধন
চিরদিন কুপথে গমন
নাহি আমার ভজন-সাধন
চিরদিন কুপথে গমন
নাম শুনেছি পথিক পবন
নাম শুনেছি পথিক পবন
তাইতে দিই দোহাই
পাড়ে লয়ে যাও আমায়
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
ফকির লালন বলে
ফকির লালন কয় অকূলের প্রতি
কে বলবে তোমায়?
পাড়ে লয়ে যাও আমায়
আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
(পাড়ে লয়ে যাও আমায়)
(লয়ে যাও আমায়)

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar